Uncategorized
গঙ্গাসাগর সাগর মেলা
কলকাতা,- কলকাতায় বাবুঘাট আউটরাম ঘাটে বিভিন্ন সমাজে সেবা শিবির যাত্রীদের সেবার জন্য ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রাজ্য থেকে হিন্দু সমাজে বিভিন্ন ভাষার যাত্রী থাকার খাওয়ার এবং সেখান থেকে বাস ছাড়ার ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে সরকারি এবং বেসরকারি বাস ছাড়া হয় কিছুই যাত্রী যেখান থেকে আসেন ওখান থেকেও বাস বুকিং করে প্রথমে কলকাতা বাবুঘাটে আরাম করে পরদিন আবার ওনারা বাসায় থেকেই গঙ্গাসাগরে রওয়ানা দেয় গঙ্গাসাগর যাওয়ার জন্য কাকদ্বীপ এবং নামখানা বাসে এবং প্রাইভেট গাড়ি থেকে নেমে নদী পার করেন সুতরাং ওইপারে আবার গাড়ি সরকারিভাবে এবং প্রাইভেট গাড়ি গঙ্গাসাগর মেলায় নিয়ে যায় ওখানেও সমাজসেবী সংস্থা এবং বেসরকারি ক্যাম্পগুলো লাগানো আছে