পশ্চিমবঙ্গের লিভার ফাউন্ডেশন এবং রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার পক্ষ থেকে হেপাটাইটিস বি রোগ নিরাময়ের জন্য জীবন রক্ষার স্বার্থে সচেতন শিবির।

গোপী কিশোর বেরা, কুলপি :- পশ্চিমবঙ্গের লিভার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ডায়মন্ড হারবার সাব ডিভিশন এলাকার সমস্ত রুরাল হেলথ কেয়ার পরিবারের সদস্যদের উপস্থিতিতে হেপাটাইটিস বি সচেতন শিবির অনুষ্ঠিত হল। গতকাল ২৮শে জুলাই বিশ্ব হেপাটাইটিস বি দিবস সারা রাজ্য জুড়ে পালিত হয়েছিল তাকে কেন্দ্র করে আজ কুলপিতে দীর্ঘ এক কিলোমিটার রাস্তায় ১১৭ নম্বর জাতীয় সড়কে উপর পথ র্যালির মধ্য দিয়ে পালিত হল হেপাটাইটিস বি সচেতন শিবির। কুলপির পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে কুলপি থানা এবং কুলপি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন জায়গায় রুরাল হেলথ কেয়ারে সদস্যরা উপস্থিত হয়ে হেপাটাইটিস বি জনিত অসুস্থতা থেকে জীবন রক্ষা সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের লিভার ফাউন্ডেশনের উদ্যোগে ড:অভিজিৎ চৌধুরী এবং ড:পাবক সরকারের তত্ত্বাবধানে দক্ষিণ ২৪ পরগনা জেলার রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার সেক্রেটারি আব্দুর রহমান ও আমির হোসেন এবং কুলপি এরিয়ার মৃত্যুঞ্জয় কান্ডার, ডায়মন্ড হারবার ১নং ব্লকে আবুল হোসেন, ডায়মন হারবার ২নং ব্লকের বিকাশ চন্দ্র দাস, মন্দিরবাজার ব্লকের সাইফুদ্দিন মোল্লা নেতৃত্বে এলাকার সমস্ত ডাক্তার বাবুদের উপস্থিতিতে এই হেপাটাইটিস বি জনিত রোগ নিরাময়ের জন্য জীবন রক্ষার স্বার্থে সচেতন শিবির অনুষ্ঠিত হয়। এই বিষয়ে পশ্চিমবঙ্গের লিভার ফাউন্ডেশন প্রজেক্টের সাইন্টিস্ট ডঃ পাবক সরকার জানিয়েছেন রক্ত পরীক্ষার মধ্য দিয়ে হেপাটাইটিস বি রোগ নির্ণয় করা সম্ভব, বর্তমানে শিশুরা স্বাস্থ্যকেন্দ্রে জন্মগ্রহণ করলে সম্পূর্ণ বিনামূল্য সমস্ত শিশুকে হেপাটাইটিস বি রোগের টিকা দেওয়া হচ্ছে কিন্তু বড়দের এই ধরনের রোগের সংক্রমণ ক্রমশ্য বাড়ছে, সেই কারণে সকল ব্যক্তিরা রক্ত পরীক্ষার মধ্য দিয়ে রোগ নির্ণয় করে টিকা নেওয়ার জন্য জনসাধারণের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন।