হাওড়ায় সঙ্গীত শিল্পীর মৃত্যুতে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ পরিবারের পক্ষে।

বিশেষ সংবাদদাতা’র প্রতিবেদন।
গ্রামীণ হাওড়ার পাঁচলার রাজাপুর থানার অন্তর্গত বেলতলায় ১৬’নম্বর জাতীয় সড়কে মোটরবাইক দুর্ঘটনায় গত সন্ধ্যায় মৃত্যু ঘটে লিলুয়ার একটি বেসরকারি শিক্ষালয়ের সঙ্গীত শিক্ষিকা তথা প্রতিভাময়ী সঙ্গীত শিল্পী মৌমিতা দেবনাথের।
তাঁকে পরিকল্পিত ভাবেই হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন জানান।
গতকাল গ্রামীণ হাওড়ার পাঁচলার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতা মৌমিতা’র মা রূপা দেবনাথ।
অভিযোগে উল্লেখ করা হয়, হাওড়া গ্রামীণ পুলিশের এক এ°এস°আই এর সঙ্গে তাঁর মেয়ে মৌমিতা’র বিয়ে ঠিক হয়েছিল। গত মার্চ মাসে হঠাৎই সেই বিয়ে ভেঙে যায় বিশেষ কারণে। তারপর থেকেই ওই এ°এস°আই নাকি মৌমিতা’র ওপর মানসিক পীড়ন করতেন, এছাড়াও মৌমিতা’র জীবনহানির কথাও বলা হতো বলে, অভিযোগে জানানো হয়েছে।
গত সন্ধ্যায় পাঁচলার পানিয়াড়ায় হাওড়ার গ্রামীণ পুলিশ সুপারের কার্যালয়ে দেখা করতে যান মৌমিতা। সেখানে দরকারী কথাবার্তার পর, ওই এ°এস°আই একজন সিভিক ভলেনটিয়ারকে বলেন, মোটরবাইকে মৌমিতা কে বাড়ির পথে এগিয়ে দিতে। ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান মৌমিতা দেবনাথ।
পথ দুর্ঘটনাটি একটি পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র বলে পরিবারের পক্ষে মৌমিতা’র মা রূপা দেবনাথ অভিযোগ আনেন। মর্মান্তিক মৃত্যুর বিষয়টির তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, প্রকৃত ঘটনা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে পুলিশ সুপারের কার্যালয় থেকে।