Uncategorized
এবিভিপির সেলের নেতা আকাশ মল্লিক নামে বিরুদ্ধে

এবিভিপির নেত্রী স্বর্ণালী সামন্তকে শ্লীলতাহানি করেন বিজেপিরই আইটি সেলের নেতা আকাশ মল্লিক। তারপর বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ের সামনেই আকাশকে প্রকাশ্যে নিজের জুতো খুলে ধাওয়া করেন বিজেপির এবং এবিভিপির ওই নেত্রী।।।( ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি)।।