Uncategorized
৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার ইসকন মন্দির চত্বরে চন্দন চারা গাছ লাগালেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা।

পূর্ব মেদিনীপুর :
মেছেদা!
বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস। পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার ইসকন মন্দিরে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি বিগ্ৰহে প্রণাম সারেন, আরতি করেন। এরপর মন্দির সন্নিকটে একটি চন্দন গাছের চারা লাগান। এবং গো মাতার সেবাও করেন। এদিন শুভেন্দু অধিকারী বলেন, -“আমাদের উচিত এই একমাস ধরে প্রত্যেকের গাছ লাগানো ও গাছ লাগানোর প্রচার করা। প্রত্যেকে যেন ব্যাপকভাবে গাছ লাগান। গত বছর আমি ২৫ থেকে ৩০ হাজার গাছ বিতরণ করেছি। আগামী রবিবার সন্দেশখালি থেকে গাছ বিতরণ শুরু করব।