Uncategorized
ইলেকট্রিক মূল্যবৃদ্ধি বিরুদ্ধে স্মার্ট মিটার বন্ধ দাবি এই সভা
ইলেকট্রিক বিলের মূল্যবৃদ্ধি বিরুদ্ধে স্মার্ট মিটার বন্ধের দাবি

ইলেকট্রিসিটি বিলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে,স্মার্ট মিটার বন্ধের দাবিতে,প্রিপেড পরিষেবা প্রত্যাহার করার দাবিতে,বিদ্যুতের বে-সরকারি করনের বিরুদ্ধে,১৯৪৮ সালের ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুর “নো প্রফিট নো লস” সিস্টেমে জরুরী পরিষেবা হিসেবে সাধারণ মানুষকে, সরকারি তত্বাবধানে চালু করা বিদ্যুৎ পরিষেবা আইন পুনর্বহাল করার দাবিতে আমরা টালিগঞ্জ অঞ্চলে আজকে সকালে প্রচারে। উপস্থিত ছিলেন উত্তিয় ভট্টাচার্য, স্বরুপ ঘোষ রায়,তপন নন্দী,শাহাজান দেওয়ান এবং নজরুল।