Uncategorized

রাজ্যের সাফল্যের মুকুটে আরো একটি পালক সংযোজিত হল

আমতা,হাওড়া :-বিভিন্ন বৎসরের বিভিন্ন সময়ে আন্তর্জাতিক স্তরে,ভারতবর্ষ থেকে সাফল্য লাভ করে রাজ্যের,তথা হাওড়ার জেলার সাফল্যের মুকুটে পালক সংযোজিত হয়েছে। এবার দিল্লির বিজ্ঞান ভবনে জে বি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যাপক, বর্তমানে কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতাল এ কর্মরত আয়ুর্বেদ অধ্যাপক ও চিকিৎসক হাওড়া জেলার শিবপুরের বাসিন্দা ডাঃ তুহিন কান্তি বিশ্বাস – কে তাঁর আজীবন আয়ুর্বেদ শিক্ষা প্রদান, গবেষণা ও চিকিৎসায় দেশ ও বিদেশে অন্যন্য অবদানের জন্য ভারত সরকারের আয়ুষ দপ্তরের সংস্থা ” রাষ্ট্রীয় আয়ুর্বেদ বিদ্যাপিঠ ” এর পক্ষ থেকে বিশেষ অন্যন্য সম্মান ” ফেলো অফ্ রাষ্ট্রীয় আয়ুর্বেদ বিদ্যাপিঠ ” উপাধিতে ভূষিত করেন। উল্লেখ্য সারা দেশের ১২ জন কৃতি আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মধ্যে এই রাজ্য থেকে অধ্যাপক ডাঃ তুহিন কান্তি বিশ্বাস – কে এই সম্মান প্রদান করা হয়। এই অন্যন্য সম্মান হিসাবে ডাঃ তুহিন কান্তি বিশ্বাস এর হাতে মঙ্গল ঘট, স্মারক সম্মাননা পত্র, মেমেন্টো ইত্যাদি তুলে দেন কেন্দ্রীয় আয়ুষ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রতাপ রাও গণপতি রাও যাদব।মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় আয়ুর্বেদ বিদ্যাপিঠ – এর সভাপতি পদ্মশ্রী -পদ্মভূষণ বৈদ্য দেবেন্দ্র গুণ ত্রিবেদী, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের মুখ্য সচিব বৈদ্য রাজেশ কোটেচা,রাষ্ট্রীয় আয়ুর্বেদ বিদ্যাপিঠ এর অধিকত্রী ডঃ বন্দনা সিরোহা, ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান মেডিসিনের চেয়ারম্যান বৈদ্য জয়ন্ত দেব পূজারী, গুজরাট আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ললিত প্যাটেল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।ডাঃ তুহিন কান্তি বিশ্বাস এর অন্যন্য সম্মান প্রাপ্তিতে শিবপুরবাসীরা আনন্দে আত্মহারা। শিবপুর এখন উৎসবের মেজাজে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!