Uncategorized

গুরু শিষ্য যুগলবন্দী ডান্স বাংলা ডান্স

শিলিগুড়ির গুরু শিষ্যার নৃত্য পরিবেশন ডান্স বাংলা ডান্সে, প্রসংশায় মিঠুনও

শিলিগুড়ি: গুরুর উত্তরসূরী সদাই শিষ্য বা শিষ্যা হয়ে থাকে। তবে গুরুর সমান দক্ষতা খুব কম শিষ্য বা শিষ্যারই হয়। আজ এমনই এক গুরু-শিষ্যার কথা জানাব। গুরু সুজাতা চট্টোপাধ্যায় ভট্টাচার্য ও শিষ্যা শ্রেয়া বসু। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মঞ্চ উজ্জ্বল করে, এবার শিলিগুড়ি শহরের নাম উজ্জ্বল করতে ওঁরা পৌঁছে গিয়েছে ‘ডান্স বাংলা ডান্সের’ (Dance Bangla Dance) মঞ্চে।

ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) মঞ্চে ‘আজা নাচলে’ (Aja Nachle) গানের নেচে তাক লাগিয়ে দিয়েছেন শিলিগুড়ি শহরের এই দুই তরুণী। ইতিমধ্যে, বেসরকারি ওই প্রচারমাধ্যমের তরফে একটি ছোটো ভিডিও (Promo video) সমাজ মাধ্যমে (Social Media) পোস্ট করা হয়েছে। যাতে নিজেদের আসন ছেড়ে দাঁড়িয়ে প্রসংশা করতে দেখা যাচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ এবং কৌশানি মুখোপাধ্যায়কে। সর্বোপরি, অন্যান্যদের মতো আসন ছেড়ে দাঁড়িয়ে ‘গ্র্যাণ্ড সেলুট’ দিতে দেখা যায় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। আর জনপ্রিয় রিয়ালিটি শো এর মঞ্চে পরিবেশিত শ্রেয়া বসু ও সুজাতা চট্টোপাধ্যায় ভট্টাচার্যের প্রথম নৃত্য সম্প্রচারিত হবে ২২ মার্চ শনিবার। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, গুরু শিষ্যার যুগলবন্দীর প্রোমো ভিডিও ইতিমধ্যেই নেটিজেনদের মন কেড়েছে।

দীর্ঘদিনের অনুশীলন, এবং দিনরাত এক করে দেওয়ার ফলপ্রসূ আজকের এই মঞ্চ বলে ওঁরা জানান। ইতিমধ্যেই শ্রেয়া শিলিগুড়ি কলেজের পড়াশোনা শেষ করেছে। ডাবগ্রামের বাসিন্দা শ্রেয়া বলেন, “অনেকটা অধ্যাবসায়ের ফল আজকের এই মঞ্চ। খুব আনন্দিত যে আমি পড়াশোনার পাশাপাশি নাচকেও আমার জীবনে একটু গুরুত্বপূর্ণ স্থান দিতে পেরেছি। আর সেই স্থান দিতে পেরেছি বলেই আমি এত বড় মঞ্চ পেয়েছি। এই গোটা পথে আমার যদি সারথি কেউ হয়ে থাকে তাহলে আমার ম্যাম সুজাতা চট্টোপাধ্যায় ভট্টাচার্য। যার কাছে আমি তাঁর সন্তানের মতো একটি জায়গা পেয়েছি। আর তিনিই আমার আকাশের এক ধ্রুবতারা। এবং আমার মা বাবা; যাদের প্রশ্রয় ও সহযোগিতা না থাকলে, আমি আজ আমি হয়ে উঠতে পারতাম না।” এছাড়াও শ্রেয়া জানান, মোট ১৯ জন মূল পর্বে সুযোগ পেয়েছেন। এবার তাঁদের বিজয়ীর শিরোপার দিকেই নজর।

অপরদিকে, গুরু সুজাতা চট্টোপাধ্যায় ভট্টাচার্য শিলিগুড়ির বাবুপাড়ার বাসিন্দা। নিজের শিষ্যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, “শ্রেয়া আমার কাছে আমার সন্তান। এই পাঁচ বছর বয়সে ওঁর মা ওঁকে আমার কাছে নিয়ে এসেছিল। সেই থেকে ওঁর আমার কাছেই নাচের শিক্ষা।”

বছর দুই আগে ‘ডান্স দিবানে’ (Dance Deewane) ও ‘ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস্’ (Dance India Dance Super Moms | DID: Super Moms) -এর মতো জনপ্রিয় রিয়েলিটি শো’য়ে মঞ্চ উজ্জ্বল করা সুজাতার আক্ষেপ ছিল দ্বৈত পরিবেশন । তিনি বলেন, “হ্যাঁ, আমি অনেকবারই বিভিন্ন রিয়ালিটি শো’তে নৃত্য পরিবেশন করি। কিন্তু তা সবই একক। মনে কোথাও যেন একটি আক্ষেপ ছিল, এতো আমার ছাত্র-ছাত্রী। বারবার একটি টিম তৈরি করতাম। কিন্তু তা নানান কারণে ভাঙত-গড়তো! ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা ছিল যদি কখনও দ্বৈত পরিবেশনার সুযোগ হয়। ঈশ্বর এবার মুখ তুলে তাকিয়েছেন। আমি ও আমার ছাত্রী শ্রেয়া এবার সেই দ্বৈত নৃত্য পরিবেশন করতে চলেছি।”

গুরু সুজাতা চট্টোপাধ্যায় ভট্টাচার্য ও শিষ্যা শ্রেয়া বসুর যুগলবন্দীর সেই প্রোমো ভিডিওটি দেখুন এই লিংকে ক্লিক করে: https://youtu.be/YptEzGAqZiI?si=Fggbjnn_k1jw25ds

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!