Uncategorized

মহারাষ্ট মুম্বাই থেকে মুর্শিদাবাদ পারিয়ারি শ্রমিকের কফিনবন্দি মৃতদেহ ফিরল গ্রামে বাড়িতে

অবশেষে মঙ্গলবার গভীর রাত্রে
মহারাষ্ট্রের বোম্বাই থেকে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের
কফিনবন্দি মৃতদেহ ফিরল গ্রামের বাড়িতে। দেহ গ্রামে ফিরতেই শোকে পাথর আত্মীয় স্বজন থেকে চেনা পরিচিত সকলেই।পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার পরিজন।জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মুম্বইয়ে বিষাক্ত গ্যাসে মৃত মুর্শিদাবাদে তিন পরিযায়ী শ্রমিকের। প্রতিবেশী জেলা বীরভূমের একজন। জানা গেছে
মুম্বইয়ের নাগপাড়া এলাকায় একটি গগনচুম্বী বহুতলের বেসমেন্টে অবস্থিত জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের। অসুস্থ আরও এক শ্রমিক। মৃতার ভাই আইদার।সেখ
জানিয়েছেন, মৃত ওই পরিযায়ী শ্রমিকদের নাম হাসিবুল শেখ (১৯), রাজা শেখ (২০), জিয়াউল শেখ (৩৬) এবং ইমানদার শেখ (৩৮)। মৃত পরিযায়ী শ্রমিকদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি মুর্শিদাবাদ জেলার নবগ্রামথানার পাথরডাঙ্গা গ্রামের দুইজন ও বড়ঞা থানার একজন
প্রতিবেশী জেলা বীরভূমের একজন।
ইমানদারের বাড়ি মুশিদাবাদের বড়ঞা থানা এলাকার হরিবাটি গ্রামে। জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বুরহান (৩১) নামে আরও এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তিনি মহারাষ্ট্রের মুম্বইয়ের জে জে হাসপাতালে।বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জানান, সোমবার সন্ধ্যা নাগাদ আমরা গোটা ঘটনার কথা জানতে পেরেছি। পরিবারের আর্থিক হাল ফেরানোর জন্য ৪০দিন আগে হরিবাটির ইমানদার মুম্বইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার জন্য গিয়েছিলেন। তিনি আরও জানান, গতকাল মুম্বাইয়ের বহুতলের বেসমেন্টে অবস্থিত জলের ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য মুর্শিদাবাদের চারজন শ্রমিক একে একে নেমেছিলেন কিন্তু ট্যাঙ্কটি দীর্ঘদিন পরিষ্কার না করে বন্ধ অবস্থায় ফেলে রাখায় তার মধ্যে বিষাক্ত গ্যাস জমে ছিল। তৃণমূল বিধায়ক বলেন, “শ্রমিকরা একে অন্যকে বাঁচানোর জন্য ওই জলের ট্যাঙ্কের মধ্যে নেমেছিলেন। কিন্তু সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাঁরা একে একে অসুস্থ হতে থাকেন। পরবর্তীকালে তাঁদেরকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। আমাদের দল মৃত ব্যক্তিদের পরিবারের পাশে সর্বতোভাবে রয়েছে। মৃত্যু দেহগুলো গ্রামের বাড়িতে ফিরেছে। কুলি চৌরাস্তা সাধারণ বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক নুর উদ্দিন শেখ বলেন, সংসারে হাল ফেরাতে পর্যায় শ্রমিকে কাজে গিয়েছিল মহারাষ্ট্রের বোম্বাইয়ে চেম্বার এর মধ্যে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়। সরকারের কাছে আবেদন আর্থিকভাবে ওই পরিবারগুলি পাশে দাঁড়ানো অনুরোধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!